হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেছেন,
إِنَّ الجِهادَ بابٌ مِن أَبوابِ الجَنَّةِ فَتَحَهُ اللَّهُ لِخاصَّةِ أَولیائِهِ
নিশ্চয়ই জিহাদ জান্নাতের দরজাগুলোর একটি, যা আল্লাহ তা’আলা তাঁর বিশেষ বন্ধুদের জন্য খুলে দিয়েছেন।
এই হাদীস আমাদের শেখায়—আল্লাহর রাস্তায় আত্মত্যাগ শুধু বাহ্যিক সংগ্রাম নয়, বরং তা এক মহিমান্বিত আমল, যা জান্নাতের বিশেষ দরজা উন্মুক্ত করে দেয়। এ গুণ অর্জনের জন্য প্রয়োজন ঈমান, আত্মসংযম ও আল্লাহর জন্য আত্মনিবেদন।
আপনার কমেন্ট